সফলতা কি – একটি আত্ম উন্নয়ন মূলক বই। বইটি পড়লে নিজেকে সাজানো যাবে নুতন রূপে। যেখানে পাওয়া যাবে সফলতার নতুন সংজ্ঞা ও দিক নির্দেশনা। দেওয়া রয়েছে সফলতার কৌশল স্তরে স্তরে।
বইটি
PDF Format এ করা। আপনি অনুমতি দিলে, বইটি সরাসরি চলে যাবে আপনার ইমেইল বক্সে। মূল্য মাত্র ৫০ টাকা।
সফলতা কি
এটি একটি আত্ম উন্নয়ন মূলক বই। আমার জীবন আমি কিভাবে পরিচালনা করলে প্রকৃত সফল হওয়া যায়, তাই রয়েছে বইটিতে। তাই বইটির নাম রাখা হয়েছে
‘সফলতা কি’।
বইটিতে প্রতিটি বাক্যে রয়েছে আমারই কথা। আমার সফলতা ও বিফলতা। আমি আপনাদের কাছে উদাহরণ নই। প্রশিক্ষক মাঠে ভাল বল খেলে না। কিন্তু তাঁরই কারনে দল জয়ী হয়ে আসে। জীবনের সফলতার সঙ্গা দেওয়া বেশ কঠিন। এক এক জনের নিকট সফলতা এক এক রকম। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, জীবন মাত্র একটি। এটা মহা মূল্যবান। এর যথাসম্ভব ইতিবাচক ব্যবহারই, জীবনকে নিয়ে যেতে পারে অপার উন্নতির দিকে। এর জন্য দরকার কিছু কৌশল ও জ্ঞান।
বইটিতে এমন কিছু বাণী, উপদেশ ও মন্তব্য আছে, যা আপনার জীবনকে সর্ম্পূণ রূপে বদলে দিতে পারে। এগুলো হয়তো আপনি অনেকটাই জানেন, কখন ভেবেছেন ও। আবার এমন কিছু রয়েছে, যা আপনার নিকট মনে হতে পারে, বিষয়টি একটু অন্য রকম।
যেমন: অসৎ উপার্জন ও অর্থ অপচয় আয়ু কমায়। অথবা, ভয়ের উৎস অপরাধ।
শক্তি, বিদ্যা, মনোযোগ ——, ——-, ——, — এই নয়টি গুণের মিলনেই সফলতা তৈরী হয়।
প্রতিদিন আমরা যদি কেহ এই কৌশল গুলোকে একবার স্মরণ করার অভ্যাস করি, তো এক বছর পর দেখা যাবে, জীবন অনেক খানি পাল্টে গেছে। pdf version এর জন্য যোগাযোগ করুন
BD Shopping - এ।